খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের ৩১ নেতাকর্মী আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এখনো অভিযান চলছে জানা গেছে।
পুলিশের সাড়াশি অভিযানের কারণে শত শত দলীয় নেতাকর্মী এখন বাড়ীঘর ছাড়া। তবে বিএনপির দাবী করেছে তাদের ৩৪ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।এছাড়া এখনও অভিযান অব্যাহত থাকায় গ্রেফতারের সংখ্যা আরো বাড়তে পারে।
আটককৃতদের মধ্যে রয়েছে খাগড়াছড়ি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বিএনপি ও ছাত্রদলের দুইজন, মানিকছড়িতে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আনোয়ার হোসেনসহ ১১ জন, মহালছড়ি উপজেলা যুবদলের সহ-সভাপতি মো: নবীসহ ৪ জন, পানছড়ি উপজেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো: আওলাদসহ ৪ জন, দীঘিনালা উপজেলা ছাত্রদলের মো: ওসমান গনিসহ ৫ জন, রামগড় উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: হানিফসহ দুইজন এছাড়া লক্ষ্মীছড়িতে ২ জন, মাটিরাঙায় একজন ও গুইমারায় একজন বিবএনপির নেতাকর্মী আটক হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, নাশকতার আশংকায় তাদের এ পর্যন্ত পুরো জেলায় ৩১ জন বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে জেলা বিএনপির সুত্রে এ পর্যন্ত ৩৪ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়েছে।
এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া গ্রেফতারী পরোয়ানা ছাড়া বিএনপির নেতাকর্মীদের বাড়ী-ঘরে তল্লাসী ও গণগ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্ভে গ্রেফতারকৃত নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর