খাগড়াছড়ি রামগড় উপজেলার পাতাছড়ায় পন্য ও যাত্রীবাহি চাঁদের গাড়ি (জীপ) উল্টে ম্রাইনামা মারমা (৪০) নামে এক নারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৮ জন। মঙ্গলবার বিকেলে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাকলাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, নিলা অং মারমা (৬০), মংসানু মারমা (৩৫), বদং মারমা (৪৫), সুইচিং মারমা (৪৫), রুইচা অং মারমা (৪২) ও গাড়ির স্টাফ রাম্প্রুচাই মারমা (২৫)। এছাড়া বাকিদের নাম জানা যায়নি। আহতদের সকলেই রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়ার বাসিন্দা।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, নাকাপা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও পাতাছড়া আনসার ক্যাম্প সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক ডা. রতন খীসা জানান, গাড়ি দুর্ঘটনায় ৯ জনকে চিকিৎসা দেয়া হয়েছে এর মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। ১ জনের অবস্থা গুরত্বর হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল