ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৫ জন নিহত হয়েছে। আজ সকাল পৌনে ৭টার দিকে উপজেলার চৌরাস্তার ঢাকা-খুলনা মহাসড়কের তমিজউদ্দিন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল ইজিবাইকের চালক ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের এসকেন শেখের ছেলে আবুল শেখ (৩০), ভাঙ্গা পৌরসভার চৌধুরীকান্দা সদরদী মহলার শহিদুল শরীফের স্ত্রী খালেদা বেগম (৩৫), ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের সাত্তার শেখের ছেলে মিজানুর শেখ (৪০), অজ্ঞাত মহিলা (৩৫), অজ্ঞাত পুরুষ (৫০)।
জানা যায়, ইজিবাইকটি ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার থেকে ভাঙ্গা উপজেলা শহরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবজাল হোসেন বলেন, বাসটির পরিচয় জানা যায় নি। ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আর বাকি ২ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল