সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজারে বাসচাপায় শাকিল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামের রেজাউল করিমের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
সদর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, শিশু শাকিল স্কুলে যাবার জন্য রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এসময় সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। লাশ উদ্ধারের পর পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল