নোয়াখালীর মাইজদীতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির দুই এবং যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
আটক বিএনপি নেতারা হলেন নোয়াখালী পৌরসভা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু হানিফ ও নোয়াখালী পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ ভূঁইয়া। এবং পৌরসভা যুবদল নেতা মো. রিয়াজ।
ওসি আনোয়ার হোসেন জানান, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব