কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ ভোরে পৌরসভার প্রধান সড়কের পালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসিনা কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়োর্ডের নতুন বাহারছড়ার ৬ নম্বর ঘাট এলাকার রুহুল আমিনের স্ত্রী।
জানা যায়, ভোরে ওই প্রধান সড়ক দৌড়ে পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কায় হাসিনা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাঈন উদ্দিন জানান, নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল