বাগেরহাটের মোরেলগঞ্জে দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সিআরসি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার সময় পদ্মা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৮৩ নং গাড়িটি শরণখোলা থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিল।
আহত পদ্মা পরিবহনের যাত্রী শরণখোলা ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল আলীম আকন (৪২), তার মা সালেহা বেগম (৬৫), স্ত্রী রিণা বেগম (৩৫), মেয়ে জিনিয়া আক্তার (১৬), ছেলে জিনান (৮), জাবের (৫), সন্ন্যাসী গ্রামের আব্দুল হালিম বয়াতী (৫২), মঠবাড়িয়ার মাছুয়া গ্রামের স্বপন মিস্ত্রী (৫০) ও শরণখোলার পারুল বেগমকে (৫৫) কে মোরেলগঞ্জের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাকিদের নাম জানা যায়নি।
এদিকে ঘটনার পর থেকে পরিবহনের চালক কালাম পলাতক রয়েছেন।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল