সাতক্ষীরা সদর উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে আব্দুল মাজেদ (৫৫) নামে এক যাত্রী নিহত এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকায় সাতক্ষীরা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ সদর উপজেলার কাথন্ডা গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন- রওশন আরা (৩৫), মমতাজ (৩০), শরিফা খাতুন (৩৫), সালেহা (৩৫), প্রতিমা (২৮) ও অরিন (৪৫)। বাকি আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, একটি বাস সাতক্ষীরা থেকে যশোর যাচ্ছিল। পথে ছয়ঘরিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের গাছকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের ওই যাত্রী নিহত হন। এতে আহত হন অন্তত ১০ যাত্রী।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম