সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ ৫ নিহত হয়েছেন। নিহতদের সকলেই প্রাইভেটকারের যাত্রী।
বুধবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সুনামঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
নিহতরা হলেন, সিলেটের টুকেরবাজার এলাকার কটু মিয়ার ছেলে আব্দুস শহিদ(৭০), আব্দুস শহীদের স্ত্রী হাসনা ফুল (৬০), মেয়ে আয়শা বেগম (২৬), সিলেটের বিমানবন্দর থানার ছাতল গ্রামের আব্দুন নেছা (৫৫) এবং সিলেট সদর উপজেলার গোপাল গ্রামের রব্বানী মিয়ার ছেলে গাড়ি চালক ছাব্বির মিয়া (২৫)।
জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়া জানান, যাত্রবাহী বাসটি সিলেট থেকে ও প্রাইভেটকার সুনামগঞ্জ থেকে আসছিল।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত