হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে স্ত্রীর যৌতুক মামলার সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি আনু মিয়া ওরফে আদর হোসেনকে (৪২) মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আনু মিয়া ওরফে আদর হোসেন ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
জানা যায়, আদর হোসেনের বিরুদ্ধে ২০০১ সালে সংশ্লিষ্ট আদালতে যৌতুক মামলা দায়ের করে তার স্ত্রী রেজিয়া খাতুন। পরবর্তীতে ওই মামলায় আদর হোসেনের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন আদালত। কিন্তু রায় ঘোষণার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন আদর। দীর্ঘদিন পর মঙ্গলবার পুলিশ গোপন সূত্রে জানতে পারে আদর তার নিজ গ্রামে অবস্থান করছে। পরে সেই সূত্র ধরে হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই হরিধন ও এএসআই কাউছারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এদিকে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরও ২৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের মধ্যে ২০ জন পরোয়ানাভুক্ত এবং ৩ জন নিয়মিত মামলার আসামি।
বুধবার হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এসব তথ্য জানান।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম