এসএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয়পত্রের প্রশ্নফাঁসের অভিযোগে একজনকে আটক করেছে জেলা প্রশাসক ও পুলিশ। প্রমাণ পাওয়ায় প্রশ্ন ফাঁসকারীর বিরুদ্ধে মামলা করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টার সময় এই ঘটনা ঘটে।
জেলা প্রশাসন ও পুলিশ জানান, সকালে ঢাকা থেকে নিজের এলাকা বরগুনা যাচ্ছিলেন জোবায়দুল ইসলাম নামে একজন যুবক। পথিমধ্যে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় ফেসবুকে বিভিন্ন শিক্ষার্থীদের প্রশ্ন সরবরাহ করছিল। এসময় পাশের সিটে থাকা অপর যাত্রী লিটন বৈরাগী বিষয়টি বুঝতে পেরে অন্যদের জানায়। তখন স্থানীয়রা বাসটি আটক করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও সদর থানা পুলিশকে খবর দেয়। পরে জেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাতে-নাতে প্রশ্নের কপিসহ তাকে আটক করে। আটককৃত ওই যুবক ঢাকার একটি ইউনিভার্টিসিটি ছাত্র বলে দাবি করেছে। সে প্রশ্নফাঁসের বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।
জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, মোবাইল চেক করে আজকের পরীক্ষার প্রশ্নের সাথে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। একই সাথে প্রশ্নের উত্তরও পাওয়া যায়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা