মাগুরায় পরীক্ষা দিতে আসার পথে সহপাঠীকে উত্যক্ত করার প্রতিবাদে দাখিল পরীক্ষার্থীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন দাখিল পরীক্ষার্থী আশিকুল ইসলাম ও অটো ড্রাইভার মিরাজ। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও আহতরা জানায়, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে জগদল রুপাটি দাখিল মাদ্রাসার ৪ মেয়ে পরীক্ষার্থীসহ ৮ জন মাগুরা শহরের সিদ্দিকীয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে আসছিলো। এসময় পথে তাদের বহনকারী অটোরিক্সা লক্ষ্য করে অন্য একটি অটোরিক্সায় থাকা কয়েকজন যুবক তাদের উত্যক্ত করতে থাকে। এসময় ওই অটোরিক্সায় থাকা সহপাঠী পরীক্ষর্থী আশিকুল ইসলাম এর প্রতিবাদ করে। পরে শহরের ভায়না এলাকা থেকে ওই যুবকরা তাদের অটোরিক্সার গতিরোধ করে ধারালো ছুরি দিয়ে আশিক ও ড্রাইভার মিরাজকে কুপিয়ে জখম করে। পরে অন্যান্যরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনলে উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: সিন্দাবাদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল