চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ঘন্টায় জামায়াত-বিএনপির ১১ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম সারির কোন নেতা নেই। এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আজ বিকেল থেকে বিভিন্ন সড়ক-মহাসড়কে সশস্ত্র পুলিশি টহল শুরু করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ঘাপটি মেরে থাকা জামায়াত-শিবির যেন কোন অপচেষ্টা চালাতে না পারে এজন্য সতর্ক রয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম জানান, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জান-মালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। উল্লেখ্য, জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়কে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে ব্যাপক তান্ডব চালায় জামায়াত-বিএনপি। পুড়িয়ে হত্যা করা হয় একাধিক মানুষকে, জ্বালিয়ে দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরসহ অনেক যানবাহন। এদিকে জামায়াত-বিএনপি’র তান্ডব স্মরণে রেখে জেলাবাসী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির আশংকায় উদ্বেগের মধ্যে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার