দুর্নীতি, নৈরাজ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের প্রতিবাদে আজ বগুড়ায় মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বেলা ১২টায় সাতমাথাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, কাহালু, শিবগঞ্জ, শাজাহানপুর, সদর উপজেলাসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করে।
মিছিলের পূর্বে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, এড. আমানুল্লাহ আমান, মঞ্জুরুল আলম মোহন, এড. জাকির হোসেন নবাব, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, তৌহিদুর রহমান মানিক, আল রাজি জুয়েল, অধ্যাপক রফিকুল ইসলাম, সামছুদ্দিন শেখ হেলাল, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, আলমগীর বাদশা, মঞ্জুরুল হক মঞ্জু, শাহাদত হোসেন শাহীন, সাজেদুর রহমান সাহীন, জুলফিকার রহমান শান্ত, লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, পৌর কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, আরিফুর রহমান আরিফ, ইব্রাহিম হোসেন, মোস্তাকিম রহমান, রেজাউল করিম রতন, আমিনুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে যেকোন ধরনের বিশৃঙ্খলা রাজপথে মোকাবেলায় দেশপ্রেমিক জনতা প্রস্তুত রয়েছে। জনগণের জানমালের ক্ষতি সাধনের অপচেষ্টা রুখে দিতে হবে। বক্তারা যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সদা জাগ্রত থাকার আহবান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার