সিরাজগঞ্জে বিএনপি, যুবদল ও শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ সকাল পর্যন্ত সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া ও সলঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান মৃদুল, উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ইখতিয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুবদল নেতা আক্তার আলী, বড়হর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঠান্ডু, বিএনপির কর্মী মোকছেদ আলী, শামছুল, সলঙ্গার বিএনপি কর্মী ছামিদুল ও শিবির নেতা তোতা মিয়া।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন, উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কৌশিক আহমেদ ও সলঙ্গা থানার ওসি ওহেদুজ্জামান জানান, নাশকতার অভিযোগে বিভিন্ন মামলায় এদেরকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার