ফেনীতে বিএনপির ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা পরিকল্পনায় জড়িত সন্দেহে আজ বুধবার ও মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এদিকে, বুধবার সন্ধ্যায় ফেনীতে দুই প্লাটুন বিজিবি মোতয়েন করা হয়েছে। ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবিও মাঠে থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস সড়কে নাশকতা রোধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যে পরিবহন মালিক-শ্রমিকদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার