কেরানীগঞ্জে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আজ বিএনপির ছয় নেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল সদস্য শাহজালাল, দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবকদলের কার্যকরী সদস্য জাহিদুজ্জামান ভাষানী, শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, শুভাঢ্যা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাফর খান, শুভাঢ্যা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মহসিন ও বাস্তা ইউনিয়ন ছাত্রদল নেতা মো. জাকির হোসেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, কেউ যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে সেজন্য আমাদের কর্মসূচি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার