কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের ইতিহাসের এক কিংবদন্তি মহানায়ক। তিনি শুরু থেকে শোষণ-জুলুম-অত্যাচার-নির্যাতন বিরোধী জনমানুষের নেতা। মওলানা ভাসানী বিশ্বাস করতেন, অবহেলিত মানুষকে রক্ষা ও মানবতার সেবা করার নামই রাজনীতি। আজ ঐতিহাসিক কাগমারী সম্মেলনের ৬১ বৎসর উদ্যাপন উপলক্ষে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারে ভাসানী ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভাসানী তার দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছিলেন, এর মধ্যে অবিস্মরণীয় কীর্তি ১৯৫৭ সালের কাগমারী সম্মেলন। কয়েকদিন আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এসে তার দেয়া ছয় মিনিটের বক্তব্যে সাড়ে তিন মিনিট শুধু মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের কথা বলেছেন। তিনি আরো বলেন, আবদুল হামিদ খান ভাসানী কাগমারী যে সম্মেলন করেছিলেন তা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড়। বর্তমান বিশ্বের দশটি দেশের সেরা বিশ্ববিদ্যালয় মওলানা ভাসানীর আত্মজীবনী নিয়ে গবেষণা করছে।
ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজিম উদ্দিনের সভাপতিত্ত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, সৈয়দ ইরফানুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ফকির শাহ্ আলম, আজাদ খান ভাসানী প্রমুখ। এসময় ভাসানী অনুসারি উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার