বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশংকায় নোয়াখালীতে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে সকল ধরনের নাশকতা এড়াতে জেলার সবগুলো গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জেলা জামায়াতের উপদেষ্টা মাওলনা দেলোয়ার হোসেন, নোয়াখালী পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু হানিফ, বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন, নোয়াখালী পৌর বিএনপি নেতা জাফর আহমদে ভূইয়া ও পৌর যুবদল নেতা মো. রিয়াজসহ ৫০জন।
নোয়াখালীর পুলিশ সুপার মো.ইলিয়াছ শরীফ বলেন, বিএনপি নেত্রীর রায়কে কেন্দ্র করে জেলায় নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে ৫০ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব, ২ প্লাটুন বিজিবি বৃহস্পতিবার সকাল থেকে মাঠে থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার