নড়াইলে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, শালনগর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবর রহমান সিকদার, বিএনপি কর্মী লাহুড়িয়ার ডহরপাড়ার সৈয়দ সুমন, নোয়াপাড়া গ্রামের নুরুন্নবী মোল্যা, লাহুড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফিজুর রহমান ও জামায়াতের রোকন মিঠাপুর গ্রামের মতিউর রহমান।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মী ওই ৩৬ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম