শেরপুরের শ্রীবরদীতে একটি পাথর বোঝাই ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার ঝগড়ারচর উত্তরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ট্রাকটি আংশিক পুড়ে গেছে।
শ্রীবরদী থানার ওসি রেজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করেছে।
এদিকে, কারা এই আগুন দিয়েছে তা ওসি স্পষ্ট করে জানাতে না পারলেও খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে হতে পারে বলে আগুন দেওয়া হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব