বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সকাল থেকেই এ রুটে আতঙ্কে যাত্রী শুন্য পরিস্থিতি বিরাজ করছে।
যাত্রী কম থাকায় ফেরি, লঞ্চ, স্পীডবোট ও দক্ষিণাঞ্চলে ছেড়ে যাওয়া যানবাহনগুলো সীমিত আকারে চলছে। বেশ কয়েকটি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল