খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামাতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেলা শহর সোনাপুর ও মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
এই সময় মিছিলে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ.কে.এম সামছুদ্দীন জেহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দীন শাহীন জেলা পরিষদের সদস্য কামাল উদ্দীন ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু সহ দলীয় নেতা কর্মীরা। পৃথক পৃথক মিছিল সোনাপুর মাইজদী প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এরই মধ্যে বৃহস্পতিবার সকালে মাইজদী থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে সোনাপুর ধানের বাজারের সামনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ টি মাইক্রোবাস ভাংচুর করে পালিয়ে যায়। এসময় গাড়িতে থাকা এক শিক্ষকসহ ২ জন আহত হয়েছে। এ ব্যাপারে প্রযুক্তির ভিসির ব্যক্তিগত সহকারী ইফতেখার রাজু ঘটনাটির সত্যতা স্বীকার করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাশকতার আশংকায় সুধারাম থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। নোয়াখালীতেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন