গাইবান্ধায় বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুলসহ ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শহরের সার্কুলার রোডের মহিলা কলেজ ও কাঠপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুল, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া জিম ও জিয়া পরিষদের সদস্য সচিব খন্দকার আহাদ আহমেদের নাম জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার জানান, শহরের কাঠপট্টি এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ তিনজন, সার্কুলার রোডে ছাত্রদলের মিছিল থেকে ১১ জন ও ডিবি রোড থেকে জিয়া পরিষদের সদস্য সচিবসহ মোট ২০ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে দুপুরে পূর্ব অনুমতি ছাড়া জেলা ছাত্রদল শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের সার্কুলার রোডের দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশ তাদের লাঠিচার্জ ও সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুনবী টিটুলসহ ২০ জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ