শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কৃষ্ণনগর গ্রামে হালিমা বেগম (১৯) নামে এক কলেজছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই ছাত্রী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে এমন অভিযোগ পরিবারের।
হালিমা বেগম ওই গ্রামের মোবারক ম্যোল্লার মেয়ে। তিনি পাশের শিবচর উপজেলার উমেদপুর ডা.নুরুল আমীন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ওই কলেজছাত্রী কেন আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত