বিএনপি চেয়ারপার্র্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে রাঙামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা।
রবিবার সকালে জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলমের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল রাঙামটি জেলা প্রশাসক মো.মানজারুল মান্নানের হাতে এ স্মারকলিপি প্রদান করে।
এসময় রাঙামাটি জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপি’র উপজাতীয় বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মণিষ দেওয়ান, সহ সভাপতি সুষোভন দেওয়ান আগা, সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সিনিয়র যুগ্ন সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
অবিলম্বে বিএনপির চেয়ারপার্র্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানান সংগঠনটির নেতারা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর