বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ বলেছেন, খুনী, ঘাতক, দালাল, রাজাকার ও দুর্নীতিবাজদের বিচার এখন আর স্বপ্ন নয়। আওয়ামী লীগ সকল অপরাধীদের বিচারের আওতায় এনেছে।
রবিবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী গণসংযোগে কয়েকটি পথসভায় বক্তৃতাকালে তিনি একথা করেন।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজদের নিয়ে এখন আর ভাবছে না। এখন শুধুই উন্নয়ন নিয়ে ভাবছেন জননেত্রী শেখ হাসিনা।
বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আ. লীগের সদস্য সোহাগ গতকাল ও আজ রবিবার মোরেলগঞ্জের নিশানবাড়িয়া, তেলীগাতী, দৈবজ্ঞহাটি ও খাউলিয়া ইউনিয়নে ব্যপক গণসংযোগ করেন। দলের নেতাকর্মীরা এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহসভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান, কাউন্সিলর ওলিউর রহমান, জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মো. রাসেল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর সভাপতি মনির হোসেন রাজ্জাক, চেয়ারম্যান রিপন তালুকদার এ গণসংযোগে অংশ গ্রহন করেন।
এছাড়াও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, ছাত্রলীগ এসএম কলেজ শাখা সভাপতি বায়জিদ সিকদার, সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম, ইউপি সদস্য জসিম মৃধা, মিলন তালূকদার, আবুল কালামসহ দলের নেতাকর্মীরা এসময় তার সাথে ছিলেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর