নেত্রকোনার দূর্গাপুর উপজেলার সোমেস্বরী নদীর পাড় থেকে ব্যাগের ভেতরে রাখা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরের দিকে তেরীবাজার নামক ঘাটের কাছ থেকে দূর্গাপুর থানার পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাজারের একটি ব্যাগ পানির কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা কৌতুল বশত এগিয়ে গিয়ে ভীড় জমায়। ধীরে ধীরে ভীড় বাড়তে থাকলে দূর্গাপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
দূর্গাপুর থানার ওসি মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার