বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে বগুড়া জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
রবিবার দুপুরে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা বিএনপির একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বগুড়াবাসীর পক্ষ থেকে অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়।
এর আগে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, ফজলুল বারী বেলাল, আব্দুর রহমান, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সহিদ উন নবী সালাম, মীর শাহে আলম, আবুল বাশার, সুজা উদ দৌলা সঞ্জু, আব্দুল ওয়াদুদ, এসএম রফিকুল ইসলাম, রেজাউল করিম বাদশা, নাজমা আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত