পাবনার ঈশ্বরদীতে সোমবার ভোরে হিরোইনসহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার নাম নাজিম উদ্দিন, বয়স ২৮ বছর। ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক জানান, দীর্ঘদিন ধরে অটোরিকশা চালকের ছদ্মবেশে তিনি মাদক পাচার করে আসছিলেন। এর আগে তিনি ফেনসিডিলের চালান নিয়ে ঢাকায় আটকও হয়েছিলেন। জেল খেটে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে ফের ইয়াবা, হেরোইন ও ফেনসিডিল বিক্রি করতে শুরু করেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ রবিবার দিনগত গভীররাতে অভিযান চালিয়ে শহরের অরনকোলা এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ৩ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মাদক আইনে মামলা দায়ের করে তাকে পাবনা জেলহাজতে পাঠানো হবে। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে মামলা রয়েছে।
নাজিম উদ্দিন ঈশ্বরদী পৌর এলাকার আজিবর রহমানের ছেলে।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ