দিনাজপুরে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এতে ১৬ জন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৮১ পিস ইয়াবা, ৬৫ পিস অ্যাম্পোল ইঞ্জেকশন, ১৬ বোতল ফেনসিডিল, ১শ গ্রাম গাঁজা ও দুই লিটার চোলাই মদ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত সদস্য মো. হাফিজুর রহমান জানান, আটকরা সবাই পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে পৃথকভাবে থানায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ