পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপে যানজট বাড়ছে। দীর্ঘ হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের লাইন।আজ দুপুর পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় নৌরুট পারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।
এ ব্যাপারে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ফরিদপুরের আটরশি দরবার শরিফমুখী প্রচুর সংখ্যক যাত্রীবাহী বাস ও জরুরি পণ্যবাহী ট্রাক নৌরুট পার হচ্ছে। এতে করে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী জানান, যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী পরিবহন, ব্যক্তিগত ছোট গাড়ি ও জরুরি পণ্যবাহী ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে।
এদিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক যাত্রীবাহী পরিবহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরিঘাট থানা নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনছুর রহমান।
তবে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের কোনো চাপ নেই।
বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ