ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আলরাফী শাওন (২৮) গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে।
রবিবার দিবাগত গভীর রাতে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম।
তিনি জানান, অভ্যন্তরীণ কোন্দলে শাওনকে গুলি করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ এর কারণ থতিয়ে দেখছে বলেও তিনি জানান।
এদিকে, ছেলের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন গুলিবিদ্ধ শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কদ্দুস। একই সঙ্গে তিনি ছেলের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
আইসিইউ ইনচার্জ অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, শাওনের পেটে দুটি গুলি লেগেছে। সে এখনও শঙ্কামুক্ত নয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব