জয়পুরহাট শহরের আদর্শপাড়ার সোমবার একটি ছাত্রাবাস থেকে ইয়াবা, ধারালো ছুরি ও খেলনা পিস্তলসহ চার যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। বেলা ১২টার দিকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার জানান, আদর্শপাড়ার ওই ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা চলছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ৬৬টি ইয়াবা ট্যাবলেট, লুজ ফেন্সিডিল, ছুরি ও খেলনা পিস্তল পাওয়ায় ছাত্রাবাসে থাকা ওই চার যুবককে আটক করা হয়।
১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৯ (খ) ও ১৯ (৪) ধারা মোতাবেক আটক চারজনকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আটক ব্যক্তিরা হলেন- জয়পুরহাট শহরের খুলুপাড়ার আব্দুল গফুরের ছেলে শুকুর আলী, শান্তিনগরের লাল মিয়ার ছেলে সোহেল রানা, মাস্টার পাড়ার আব্দুস সামাদের ছেলে সবুজ ও তেঘর এলাকার শহিদুল ইসলামের ছেলে সুমন।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ