টাঙ্গাইলের বাসাইল উপজেলা নথখোলা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. আলম মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে এক হাজার টাকার জন্য ওই ব্যক্তিকে হত্যা করা হয়।
বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. এসএম তুহিন জানান, নিহত আলমের ছেলে রনি কয়েকদিন আগে স্থানীয় এক বন্ধুর কাছ থেকে এক হাজার টাকা ধার নেয়। রবিবার রাতে ওই বন্ধুসহ কয়েকজন রনির বাড়িতে আসে টাকা চাওয়ার জন্য। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রনির বাবা আলম মিয়া এসে তাদের ঝগড়া থামাতে বলেন। এসময় পাওয়াদার ও তার সহযোগিরা আলম মিয়াকে পিটেয়ে ও কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে চলে যায়।
পরে আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার