ফরিদপুরের সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী শিক্ষার্থী সোলাইমান মিয়া শিমুল (২৫) হত্যা মামলার পলাতক প্রধান আসামি মনিরুল ইসলাম মিলন র্যাবের হাতে আটক হয়েছে। সোমবার ভোরে জেলার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে বলে আনিয়েছে ফরিদপুর র্যাব-৮।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছউদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ১৩ অক্টোবর রাতে শহরের রঘুনন্দনপুর এলাকায় সন্ত্রাসীরা পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে মেধাবী শিক্ষার্থী সোলাইমান মিয়া শিমুলকে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ১২ জনকে আসামি করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিলো। মামলা পর থেকেই আসামিরা সবাই পলাতক ছিল। মামলাটি স্পর্শকাতর হওয়ায় সিআইডি তদন্ত ভার গ্রহণ করে। আসামি গ্রেফতারে সিআইডি র্যাবের সহযোগীতা কামনা করেন। র্যাব-৮ সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি দল গাপন সংবাদের বিক্তিতে সোমবার ভোর পাঁচটার দিকে ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম মিলনকে তার শশুড় বাড়ী থেকে আটক করা করে। আটককৃত মনিরুলকে ফরিদপুর সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল