কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় নাজমুল (৩০) ও আজম ওরফে সাগর (৩০) নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে আসামিদের উপস্থিতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাম্মুদুল হক এ রায় দেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব