ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ডাকাতের হাতে ধলেশ্বরী পরিবহনের ড্রাইভার হত্যার প্রতিবাদসহ ছয় দফা দাবিতে টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট চলছে। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
জেলা বাস মিনিবাস মালিক সমিতের সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব জানান, ১২ ফেব্রুয়ারি রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধলেশ্বরী পরিবহনের ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে চালক শাহজাহান মিয়া নিহত হয়। এর প্রতিবাদে জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি এবং টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের গত ১৫ই ফেব্রুয়ারি জেলা প্রশাসক পুলিশ সুপার বরারবর স্মারকলিপি প্রদান করে।
এছাড়াও ১৬ ফেব্রুয়ারি টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে ৭ দিনের মধ্যে আসামিদের গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়। সাত দিনের মধ্যে তাদের দাবি আদায় না হওয়ায় তারা এই ধর্মঘট পালন করছেন বলে তিনি জানান। এছাড়াও দ্রুত গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকল পুলিশকে প্রত্যাহার, সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, গাড়ি রিকুইজিশনের নামে পুলিশের চাঁদাবাজি ও হয়রানী বন্ধ এবং রাস্তায় গাড়ী চুরি ও যাত্রীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল