নেত্রকোনার প্রত্যন্ত এলাকা থেকে বিকেএসপি (অনূর্ধ্ব-১৩) তৃণমূল কাপ ফুটবল টুর্নামেন্টে শরীফ একাদশ ফুটবল একাডেমী বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ।
সোমবার দুপুরে খেলোয়াড়দের উৎসাহ প্রদানে নাগড়া জেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বাবর আলী মীরের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় সংবর্ধনা স্মারক তুলে দেন খেলোয়াড়দের হাতে।
গত ২২ জানুয়ারি নেত্রকোনার প্রত্যন্ত গ্রাম পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের ছেলেরা অনুষ্ঠিত বরিশাল বিকেএসপি মাঠে তৃণমূল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢাকাকে ট্রাইবেকারে (৪-১) হারিয়ে বিভিাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। জেলাবাসীর মুখ উজ্জ্বল করায় এই কৃতি খেলোয়ারদের সংবর্ধনা দিয়ে জেলাবাসীর পক্ষে বরণ করে নিয়েছে জেলা পরিষদ।
কোনো প্রাতিষ্ঠানিক পরিচয়ে নয়, গ্রামের মাঠ থেকে উঠে আসা ছেলেদের অদম্য ইচ্ছায় এবং অধ্যাবসায়ে গ্রাম থেকে শহর ছাড়িয়ে তারা বিভিাগীয় পর্যায়ে এ সুনাম অর্জন করে। বিশ্বের মাঝে নেত্রকোনা তথা ময়মনসিংহকে তুলে ধরতে কিছুটা পৃষ্টপোষকতা পেলেই এগিয়ে যাবে এসকল অদম্যরা। এমনটাই প্রত্যাশা নিজ উদ্যোগে গড়ে তোলা একাডেমীর পরিচালক মো. আজিজুল বারী শরীফের।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আব্দুল হান্নান রতন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা পরিষদ সদস্য বজলুর রশীদ, শরীফ একাদশ ফুটবল একাডেমীর পরিচালক মো. আজিজুল বারী শরীফ ও টিমের অধিনায়ক সাব্বির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, নেত্রকোনার পূর্বধলা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আগিয়া গ্রামের এই ফুটবল একাডেমীটি স্থাাপিত হয় ১৯৮৯ সালে। আর্থিক দৈন্যতার কারণে ফুটবলার তৈরি করতে পারছিল না একাডেমীটি। পরে ২০১৪ সাল থেকে আর্থিক অসচ্ছলতার মধ্যেই ফুটবলার তৈরির কাজ শুরু করেন ফুটবল অন্তঃপ্রাণ আজিজুল বারী শরীফ। ২০১৬ সালে সেখান থেকে বিকেএসপি অনূর্ধ্ব-১৩'তে সুযোগ পায় একজন খেলোয়াড়।
বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব