বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার নাটোর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নির্দেশে শহরের তেবাড়িয়া হাট এলাকায় এক বিক্ষোভ মিছিল বের হয়।
এদিকে বিএনপির এই কর্মসূচি ঠেকাতে আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সামনে নিয়মিত পাহারার সাথে অতিরিক্তি পুলিশ বসিয়ে পাহারা আরো জোরদার করে। নাটোর জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানুষের গণতান্ত্রিক তথা মৌলিক অধিকার হরণ করে বর্তমান সরকার দেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে, যা কখনই দীর্ঘস্থায়ী হতে পারে না।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল