ময়মনসিংহের মুক্তাগাছা থেকে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সমশের ফকির ওরফে সমশের মৌলভী। রবিবার রাতে মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সমশের মুক্তাগাছা উপজেলার দরিকৃষ্ণপুর গ্রামের মৃত আরফান ব্যাপারীর ছেলে।
মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মদ মোল্লা জানান, আসামিকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার