বগুড়ার নন্দীগ্রামে ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রেস্টুরেন্টে নোংড়া পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের অপরাধে চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ১২ টায় বগুড়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীস রায়, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জামিল হোসেন, থানার এসআই জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নোংড়া পরিবেশের দায়ে উপজেলার রনবাঘা বাজারের আব্দুস সালাম রেস্টুরেন্টে ৪ হাজার টাকা, ওমরপুর বাজারের সোহাগ মহন্তের রেস্টুরেন্টে ২ হাজার টাকা, পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকার আলম হোসেনের রেষ্টুরেন্টে ১ হাজার টাকা ও বাদশা ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসির মালিক আল-মাসুদের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়ার ধুনট উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামিল হোসেন অভিযান পরিচালনা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান