'জাতিসংঘে বাংলা চাই' এই স্লোগানে বগুড়ায় মানববন্ধন ও অনলাইন ভোটিংয়ের উদ্বোধন করা হয়েছে। এই দাবিতে আজ সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষার দাবিতে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রমও শুরু হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, সহযোগি অধ্যাপক মাসুদ ইকবাল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বিএফইউজের নির্বাহি সদস্য ঠান্ডা আজাদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম হোসেন, আজিজুল হক কলেজ ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল হক বুলবুল, কালের কণ্ঠ বগুড়া শুভ সংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, প্রভাষক আল আমিন, সাংবাদিক সাখাওয়াত হোসাইন জনি, আল আমিন, শুভ সংঘের সদস্য আমজাদ হোসেন, রাকিব আহম্মেদ শুভসহ কলেজের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার