প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সফরকে ঘিরে বর্ণিল রূপে সেজেছে খুলনা। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, তোরণের পাশাপাশি চোখ ধাঁধানো আলোকসজ্জায় উৎসবের আমেজ বিরাজ করছে বন্দর নগরীতে। দীর্ঘ ৩ বছর পর আগামী ৩ মার্চ প্রধানমন্ত্রী খুলনায় যাচ্ছেন। দলীয় প্রধানকে বরণ করে নিতে খুলনাজুড়ে নানা আয়োজন।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তৃণমূলে ৭ কর্মপন্থা নির্ধারণ করেছেন দলের শীর্ষ নেতারা। এর মধ্যে দলীয় দ্বন্দ্ব নিরসন, নির্বাচনের প্রস্তুতি, দক্ষিণাঞ্চলের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের ভূমিকা, উন্নয়নের ধারাবাহিকতা, বিএনপির দুর্নীতি-ব্যর্থতা ও শেখ হাসিনার অবদান নিয়ে প্রচারনা চালাতে বলা হয়েছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের।
নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি জানান, ‘যারা ক্ষমতায় থাকে তাদের ভুল-ক্রুটি থাকে। আমরা নেতাকর্মীদের বলেছি, বিগত দিনে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে দলের স্বার্থে তার অবসান করতে হবে।’ তিনি বলেন, নেতৃত্বের লড়াই চিরদিন থাকবে। কিন্তু প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন জানান, এ অঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে। জনসভা থেকে নির্বাচনী প্রচারনার দিক-নির্দেশনা দেওয়া হবে।
জানা যায়, সফরে ৫০টির বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি খুলনা সার্কিট হাউস ময়দানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। এর আগে ২০১৫ সালের ৬ সেপ্টেম্বর খুলনায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর দুটি জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন (কীল লেয়িং) করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার