নোয়াখালী সদর উপজেলার বিভিন্ন মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে টিফিন বক্স, ক্রীড়া সামগ্রী এবং বর্ষপঞ্জিকা বিতরণ করা হয়েছে। এতে প্রাথমিক পর্যায়ের ৫৬ হাজার শিক্ষার্থীর হাতে বিনামূল্যের টিফিন বক্স তুলে দেওয়া হয়।
আজ দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।
সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. মহিউদ্দীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাহশ্রী লাহা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন। অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত সদর উপজেলার ১৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে ৫৫ হাজার টিফিন বক্স বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, বর্ষপঞ্জিকা ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল