গত ২৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন ফরিদপুর সদরের কৃষ্ণপুর ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামের কাজী আব্দুস সাত্তার (৫৭)। গত ২০ জানুয়ারি সকাল আনুমনিক ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে আব্দুস সাত্তারের বড় ছেলে মো. মিজানুর রহমান কাজী গত ২২ ফেব্রুয়ারি ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরিতে বলা হয় কাজী সাত্তার গত চার/পাঁচ বছর ধরে মানষিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাকে পাবনার মানসিক হাসপাতালে রেখে চিকিৎসা করানো হয়েছে। ইতিপূর্বে তিনি (কাজী সাত্তার) বিভিন্ন সময়ে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছেন এবং কয়েকদিনের মধ্যে আবার ফিরেও এসেছেন। কিন্তু গত ২০ জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত তিনি বাড়িতে ফিরে আসেননি। এরপর বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িসহ বিভন্ন সম্ভাব্য জায়গায় খোঁজ নিয়েও কোন সন্ধান পাওয়া যায়নি আব্দুস সাত্তারের।
আব্দুস সাত্তার দীর্ঘদিন ফরিদপুর শামসুল উলুম মাদ্রাসার বোডিং এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তবে মাথায় গোলোযোগ হওয়ায় পাঁচ বছর আগে তিনি ওই চাকুরি ছেড়ে দেন। তিনি (কাজী সাত্তার) দুই ছেলে ও দুই মেয়ের বাবা।
৫৭ বছর বয়সী আব্দুস সাত্তারের গায়ের রঙ ফর্সা, উচ্চতা অনুমানিক পাঁচ ফুট তিন ইঞ্চি। মুখমন্ডল লম্বাটে, স্বাস্থ্য মাঝারি গরনের, দাড়ি ও মাথার চুল কাচা ও পাকা। বাড়ি থেকে বের হওয়ার সময় তাঁর পরনে চেক লুঙ্গি ও হাফ হাতার গেঞ্জি ছিল।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম বলেন, নিখোঁজ আব্দুস সাত্তারের খোঁজ করা হচ্ছে। থানায় সাধারণ ডায়েরি হওয়ার পর এ ব্যাপারে দেশের বিভিন্ন থাকায় নিখোঁজ ব্যাক্তির ছবিসহ বার্তা পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল