ঢাকায় বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের হামলা, মারপিট ও গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত প্রতিবাদ কর্মসূচী পালন করেছে বগুড়া জেলা বিএনপি। সোমবার সকাল ১১টায় শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপি এক প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি সামনে এগিয়ে গেলে পুলিশ তারকাঁটা দিয়ে বেরিকেড দেয়।
এসময় সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। এ জন্য যেকোন ত্যাগ স্বীকারে বগুড়াবাসী প্রস্তুত রয়েছে। সমাবেশে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন , কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা নেতা এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন কেন্দ্রীয় নেতা লাভলী রহমান, আলী আজগর হেনা, বিএনপি নেতা মোশারফ হোসেন, অধ্যাপক ডাক্তার শাহ মোঃ শাহজাহান আলী, পরিমল চন্দ্র দাস, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী ছালাম, মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, আলী হায়দার তোতা, মিজানুর রহমান, ফজলুল হক উজ্জল, আলীমুর রাজি তরুন, শফিকুল ইসলাম মাষ্টার, মাজেদুর রহমান জুয়েল, স্বেচ্ছাসেবকদলের স্বেচ্ছাসেবক দলের মাহমুদ শরীফ মিঠু, মাহবুব হাসান লেমন, সাইমুম ইসলাম, শ্রমিক দলের আব্দুল হামিদ মিটুল, মোশারফ হোসেন স্বপন, লিটন শেখ বাঘা, যুবদলের মাসুদ রানা, এম এ মোমিন, ছাত্রদলের হাসানুজ্জামান পলাশ, শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল