দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সম্পাদক নঈম নিজাম, পত্রিকার প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে লালমনিরহাট ও বগুড়ায় মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে)। সোমবার বিকেলে উপজেলার বাসিয়া ব্রিজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের উপর হামলা-মামলা চালিয়ে একটি প্রতিক্রিয়াশীল চক্র দেশে মুক্ত মত প্রকাশের স্বাধীনতায়
হস্তক্ষেপ করে চলছে। তারা মনে করছে এসব করে সাংবাদিকদের কলমকে থামিয়ে দেবে। আসলে এইসব প্রতিক্রিয়াশীলরা বোকার রাজ্যে বাস করছে। তাদের জেনে
রাখা উচিত, এসব করে সৎ এবং নিষ্ঠাবান সাংবাদিকদের কলমকে বন্ধ করা যাবে না। বক্তারা অনতিবিলম্বে খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব, দেশের সর্বাধিক
প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সুযোগ্য সম্পাদক নঈম নিজাম এবং পত্রিকাটির প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিশ্বনাথ
প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, রাজনীতিবীদ আবদুল হান্নান, বিশ্বনাথ
সাহিত্য সংসদের সভাপতি ডা. বিভাংশু গুণ বিভু, জাতীয় কৃষি পদকপ্রাপ্ত চাষী বেলাল আহমদ ইমরান, অবহেলিত শিশুদের পাশে দাড়াই’র উদ্যোক্তা হাজী শেখ
আবদুশ শহীদ আলেক্স, সফল চিংড়ি চাষী মধু মিয়া, তরুণ সংগঠক পারভেজ আহমদ, নিজাম উদ্দিন, জাবের আহমদ, আবুল হোসেন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমান, নির্বাহী সদস্য আব্বাস হোসেন ইমরান, সদস্য মাশুক নাঈম ও কামরুল আশিকী প্রমুখ।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল