খুলনার ঘাট এলাকার এরশাদ শিকদারের আস্তানা (মামুর আস্তানা) উচ্ছেদের দাবি জানিয়েছেন জেলা ইমাম পরিষদের নেতারা। আজ খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ৬নং ঘাটে মামুর আস্তানায় ওরসের নামে কবর সেজদা, মদ, জুয়া ও নৃত্যসহ বিভিন্ন অপকর্ম সংঘটিত হচ্ছে। এতে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ইমাম পরিষদের নেতারা বলেন, এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করলেও ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসী জানিয়েছেন, হত্যাকান্ডের দায়ে ২০০৪ সালে সিরিয়াল কিলার এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হয়। কিন্তু তার নিয়ন্ত্রিত মামুর আস্তানায় এখনো নানা ধরনের অসামাজিক কর্মকান্ড অব্যাহত রয়েছে। প্রতিবছর ওরসের নামে এখানে নানা ধরনের আপত্তিকর কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার