বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার দুপুরে বলেশ্বর নদী সংলগ্ন উপজেলার জিলবুনিয়া গ্রামের বড়ইতলা বেড়িবাধ থেকে তাদেরকে আটক করা হয়।
এরা হলেন, উপজেলা রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের মৃত লতিফ ফকিরের ছেলে রাজ্জাক ফকির (৩৫) ও উত্তর কদমতলা গ্রামের মৃত ইসমাইল তালুকদারের ছেলে কেকন তালুকদার (৩৭)। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও নগদ ৩৫শ' টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ বড়ইতলা বেড়িবাধে অভিযান চালিয়ে কবির ফকির ও খোকন তালুকদারকে আটক করে। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কবির ফকিরের বিরুদ্ধে এর আগে শরণখোলা থানায় আরো ৪টি মাদক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল